পাপ মোচন

প্রতিবার ছুটিতে
ঈদ-ক্ষণ দু’টিতে
আসে যদি ফ্লু,
বিছানার গদিতে
চক্ষুটা মুদিতে
ঢেলে নাও গ্লু।

লং চাই রঙ চা-এ
তেলটাও ডলো গায়ে
যদি কমে কফ,
সরিষায় মুড়ি মাখো
ঝাঁঝ-অলা সবই চাখো
নাক জমে অফ।

তুলসির রস নাও
আধকাপ পানি দাও
কুসুম গরম,
গড়গড়া রাত দিন
করা চাই সাত দিন
কঠিন চরম!

এভাবেই ছুটি গেল
সবকিছু এলোমেলো
মনে পরিতাপ?
পুরোটাই নয় মিছে
হয়তোবা মুছে গেছে
কিছু কিছু পাপ!

*জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [একবার] উম্মে সায়েব কিম্বা উম্মে মুসাইয়িবের নিকট প্রবেশ করে বললেন,‘‘হে উম্মে সায়েব কিম্বা উম্মে মুসাইয়িব! তোমার কি হয়েছে যে, থরথর করে কাঁপছ?’’ সে বলল, ‘জ্বর হয়েছে; আল্লাহ তাতে বরকত না দেন।’ [এ কথা শুনে] তিনি বললেন, ‘‘জ্বরকে গালি দিও না। জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করে; যেমন হাপর [ও ভাটি] লোহার ময়লা দূর করে ফেলে।’’ (মুসলিম) [1]

[1] মুসলিম ২৫৭৫, তিরমিযী ২২৫০

পাপ মোচন
উম্ম মারঈয়াম

অগাস্ট ১৯, ২০১৯ইং