ফোনজ্বর

কোথাও আমার মন বসে না
হয়েছে আমার কি যে,
ফোন ধরতেই চোখের থেকে
ঘুম যে পালায় নিজে।

এদিক তাকাই, ওদিক তাকাই ক’ঘন্টা গেল?
সময় দেখেই পিলে চমকায়
দিন ফুরিয়ে এল?

সব কিছুই রয় পড়ে রয়
জায়গামত তেমন,
এ কোন নেশায় পাগল সবাই
লাগে যেন কেমন!

ছোঁবোও না আর আইফোনটা
আজ সারাদিন ভর,
একটু বাদেই খেয়াল হলো
ফ্রেন্ডের ভারি জ্বর।

কেমন হয় খোঁজ না নিলে?
ঠিক ফোলাবে গাল,
যা আসে তাই বলবে মুখে
চোখ করে যে লাল।

রেট বেড়েছে? বাড়ুক গে ছাই!
কথার কি দরকার?
মেসেঞ্জারেই সব কথা কই
হোক সে আপন-পর।

সময় দেখে নিজেই যখন
আমায় শাসন করি,
এমন সময় মেসেজ এল
“তুই কি গেছিস মরি?”

আকাশ থেকে পড়ি আমি
এ কি ভীষণ কথা!
বেঁচে থেকেই মরতে হল
এই কি মানবতা?!

পড়ল মনে কথা ছিল
লাইব্রেরীতে যাবার,
কী করে যে গেলাম ভুলে!
মাস পেরোল আবার।

সেদিন দেখি পানসে কেমন
লাগছে মুখে ডাল,
হঠাৎ স্মরণ হলো দিয়েছি
নুনের বদলে ঝাল।

“আপডেট” সব দেখতে গিয়ে
ভাত পুড়ে যে ছাই,
নাকে আবার হলো কী যে
গন্ধ লাগে নাই?

এমনি করে অগোছালো
দিন করছি পার,
“ফোন জ্বরেতে” হলাম কাবু
ওষুধ যে দরকার।।

…………………

জাকিয়া সিদ্দিকী
১৫ সেপ্টেম্বর ২০১৮