ভাল্লাগেনা

কাব্যের ঘরে হঠাৎ কেমন
অকাল এলো দেখি।
ব্যস্ত জীবন ব্যস্ত ভুবন
কাব্য কোথায় খুঁজি।

খুব ভোরে ওই কাক সকালে
কাজের ভীষণ চাপ।
মনের খোরাক যোগাই কখন
মন! বনবাসে যাক।

বেয়ারা মনের অভিমানে জ্বালা হলো বড়।
সকাল সাঁঝে কাজ করে যাই।
মন বসে না কোনো।

“ভাল্লাগেনা ভাল্লাগেনা”
শ্লোগান তোলে কেবল।
আরে বোকা!
তোর এ শ্লোগান শুনতে চায় কে বল?
তবুও তার সেই এক কথা,
“ভাল্লাগেনা ভাল্লাগেনা”
টেনে ধরে মনের লাগাম
বোঝাই তারে একটুক্ষণ,
“ভালো লাগার জায়গা তো নয়
এই দুনিয়া এখন।
যত ভালো সবই পাবি
যাবি জান্নাতে যখন!”

ভাল্লাগেনা
-নুসরাত জাহান মুন

(২১/০৪/২০১৯)