সহজ প্রশ্ন

– তোর মাথাটা আমাকে ধার দিবি?

– পড়ার পিছনে সময় দে, আমার মাথা দিয়ে কি করবি!

– পড়ি তো, মাথায় কিচ্ছু থাকে না। সবাই কি তোর মত মেধাবী?

– সবাই মেধাবী, নতুবা এ পর্যন্ত পৌঁছালো কি করে? এখানে পৌঁছতে কী পরিশ্রম করেছিস, আর এখন কতটুক করছিস মিলিয়ে দেখ।

– শুধু পড়ালেখাই কি জীবন? চারপাশ দেখা লাগে না? বিভিন্ন ক্লাবে গেলে কিছু সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি। আমি তো তোর মত স্বার্থপর না। সবাইকে নিয়ে ভাবি।

– কিন্তু তোর মূল দায়িত্ব কোনটা? পড়ালেখা নাকি অন্যসব? তুই নিজেকে নিয়ে আগে ভাবতে শুরু কর। 

– তাই বলে শুধু পড়া নিয়েই থাকতে হবে!

: তোকে ঠিকভাবে তৈরি কর, পরের পথচলা মসৃণ হবার জন্য। তোর গন্তব্য সুউচ্চ হবার জন্য। তোর প্রভাব সুবিস্তৃত হবার জন্য। 

(একটু থেমে) নিজেকে তৈরি করা স্বার্থপরতা না রে, সুপরিকল্পনা।

– ধীরে বন্ধু,ধীরে! বই এর ভাষায় কথা বলছিস কেন?

– (হাসতে হাসতে) বইয়ের সাথে বেশি থাকা হয়,তাই।

– আচ্ছা, পড়ালেখার কথা মুলতবি। কাজের কথা বলি। খালাম্মা সেদিন তোকে যে জামাটা নতুন পাঠালেন, সেটা ধার নিব।

– কেন? তোর কাছে তো এর চেয়ে ভালো ভালো জামা আছে।

– আছে,কিন্তু ঐ রঙের নেই। আমার ঐ রঙেরই লাগবে।

– কেন? সামনে কোন দিবস আসছে আবার?

– বিরক্ত হচ্ছিস কেন? পহেলা ফাল্গুন। তোর তো এসব মনে থাকেনা।

– প্রথমত, এটা মনে রাখার দরকার নাই। দ্বিতীয়ত, এই দিনে নির্দিষ্ট রঙের পোশাকের কথা জানলি কিভাবে?

– বারে, এটা আমাদের ঐতিহ্য না!

– (হাসতে হাসতে) কত বছরের? শত বছরের?

– তুই কিন্তু এবার বাড়াবাড়ি করতেছিস! আমি তোর বোরকা পরা নিয়ে হাসি? তুই কেন আমার দিবস পালন নিয়ে হাসবি?

– কাজটা হাস্যকর, তাই হাসি।
বিশেষ দিনে বিশেষ রঙের পোশাক পরে কি ‘দিন’টিকে সম্মান দিচ্ছিস? ‘দিন’ সেটা বুঝতে পারছে? সেই সম্মান না দেয়ায় আমার কি কোন শাস্তি হবে? আমার বোরকা আমাদের রব এর সন্তুষ্টির জন্য। বিনিময়ে আমি সম্মান পেয়েছি, নিরাপত্তা পেয়েছি। দিবস বদলায়, আমাদের জন্য হুকুম বদলায় না। এটা এতই আধুনিক যে হাজার বছরেও ব্যাকডেটেড হয়না, তাই আপগ্রেড করারও দরকার পড়েনা। যারা স্মার্টনেস বুঝে না তারা কেউ কেউ মাথায় বাঁধাকপি প্যাচাতে পারে কিন্তু সেটা বোকামি মাত্র। উপরন্তু, এই পোশাক না জড়ালে কিন্তু শাস্তি অবধারিত।

– ভাষণ শেষ?

– এটা ভাষণ ছিল না রে। আচ্ছা, তুই একটা প্রশ্নের উত্তর দে আমাকে।

দিন মেনে পোশাক পরতে তো তোর ভালো লাগে। কিন্তু দ্বীন মেনে পরতে???

…………………………………………..

সহজ প্রশ্ন
তামান্না
(১১ ফেব্রুয়ারী ২০১৮)