জীবন….

দুইজন অশীতিপর আত্মীয়র সাথে দেখা করলাম কিছু দিন আগে। একজনকে খাওয়ার কথা জিজ্ঞেস করতে একটু ভেবে বলেলেন, কি জানি খেয়েছি কিনা, মনে থাকে না তো!

আরেকজন শয্যাশায়ী। নিজে নিজের খাবার খাওয়া, বাথরুম করার মতো অবস্থাতেই নেই। সারাদিন, সারারাত একভাবে শুয়ে থাকেন। নাক দিয়ে লিকুইড খাবার দেওয়া হয়। সেটা যাতে খুলে না ফেলেন একটা হাত দড়ি দিয়ে বিছানার সাথে বাঁধা।

আমাদের এখনকার শক্ত সামর্থ্য জীবনের পরিনতি দেখলাম দাঁড়িয়ে কিছুক্ষন। একসময়ের কর্মব্যস্ত জীবন পার করা বাবা/মা উনারা। মুহূর্তও হয়ত বিশ্রাম নেবার সময় ছিলো না। এখনকার অখন্ড অবসরে, কারো হয়ত আগের কথা মনে করবার অবস্থাতেও নেই।

কেউ খাবার দিলে খাবে, নইলে না খেয়েই থাকবে। মুখটা মুছে না দিলে, ওইভাবেই থেকে যাবে। দীর্ঘায়ু লাভ করা মানুষের একটা সময় এরকম অশক্ত, অসহায় অবস্থার ভিতর দিয়েই যায়।

সুবহানআল্লাহ্‌। এই পরিনতির দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। দূর্বল, অশক্ত, ভঙ্গুর। অথচ জীবন নিয়ে কত কত চিন্তা আমাদের! যার শেষটা এরকম, তার কিসের গর্ব, কিসের অহংকার!

জীবন….
আফিফা রায়হানা

জুন ২৪, ২০১৯ইং