মহিলাদের হজ্জের প্রস্তুতি

ইসলামে মুসলিমদের ৫ টি স্তম্ভের একটি হল- হজ্জ। যার আর্থিক ও শারিরীক সামর্থ্য আছে তার জন্য হজ্জ ফরজ (আল কুরআন)।

হজ্জ সফর ৩০-৪৫ দিনের জন্য হয়ে থাকে। মরুভূমির দেশে প্রতিকুল আবহাওয়ায় হজ্জ সফরের জন্য নিতে হয় যথেষ্ট প্রস্তুতি। সফরের আগে দেশ থেকে যা যা সংগে নিতে হয়ঃ

১. প্রিন্টের আরামদায়ক সুতির সালোয়ার কামিজ (৪পিস)
২. নামাজের জন্য সুতির হিজাব/খিমার (২ পিস)
৩. গোসলের টাওয়াল
৪. টুথ ব্রাস, টুথ পেস্ট
৫. সাবান, শ্যাম্পু
৬. কাপড় ধোয়া জন্য গুড়া সাবান
৭. প্লেট-গ্লাস ধোয়ার জন্য গুড়া পাউডার
৮. চুল বাঁধার ক্লিপ
৯. ১ জোড়া জুতা, ২ জোড়া স্যান্ডেল (রুম আর বাথরুম এ পড়ার জন্য), মোজা (২ জোড়া)
১০. আন্ডার গার্মেন্টস 
১১. স্যানিটারি প্যাড, টয়লেট পেপার
১২. নেইল কাটার
১৩. কলম, ডায়েরি 
১৪. ব্লেড, রেজার, ছুরি, কাঁচি
১৫. চিকন রশি
১৬. মোবাইল চার্জার, মোবাইল এর সিম খোলার পিন
১৭. তায়াম্মুমের মাটি
১৮. আবায়া, বোরখা (২ সেট)
১৯. মাথার তেল
২০. কোরআন শরীফ, দুয়ার বই
২১. কাপড় শুকানোর ক্লিপ
২২. ছাতা, সান গ্লাস
২৩. পাসপোর্ট এর ফটো কপি
২৪. নিয়মিত খাবার ওষুধ (৪০ দিনের), খাবার স্যালাইন (১০-১৫ প্যাকেট)
২৫. স্যুটকেস, মার্কার পেন, ২ ইঞ্চি চওড়া গামটেপ
২৬. পাতলা জায়নামাজ

অনেক এজেন্সি থেকে নিচের সরঞ্জামাদি দিয়ে থাকেন। আর না দিয়ে থাকলে, সেগুলো নিজেরই সংগ্রহ করে নিতে হবে। (পাওয়া যাবে বায়তুল মোকাররম মার্কেট বা উত্তরা হজ্জ ক্যাম্প এ):

১. বিমান বা মিনার ব্যাগ
২. পাসপোর্ট এর ব্যাগ বা বুকের ব্যাগ। এতে যা যা রাখলে ভালঃ পকেট কুরআন, দুয়ার বই, পাসপোর্ট ও তার ফটো কপি, কলম, অল্প টিস্যু, রুমাল, ভেজলিন, তায়াম্মুমের মাটি, সানগ্লাস।

৩. পিঠের ব্যাগ। এতে যা যা রাখলে ভাল- পাতলা জায়নামাজ, ওষুধ, অল্প খাবার, কিছু খালি পলিথিন, পানির বোতল, ছাতা।
৪. পাথর রাখার ব্যাগ
৫. হজ্জের বই
৬. কলম
৭. টিস্যু
৮. মহিলাদের মাথার সান ক্যাপ
৯. মহিলাদের মাথার হিজাব
১০. প্লেট-গ্লাস, চামচ, চায়ের কাপ
১২. ভেজলিন
১৩. মেসওয়াক
১৪. চিরুনি, কটন বাড, সুই-সুতা, টুথ পিক, সেফটিপিন

মিনা-আরাফাত-মুজদালিফা যেতে যা যা লাগবেঃ

১. পিঠের ব্যাগ
২. সৌদি হজ্জ আইডি কার্ড
মিনার তাবু কার্ড ও কবজি বেল্ট
৩. পাথর রাখার ব্যাগ
৪. পাতলা জায়নামাজ
৫. প্লাস্টিকের মাদুর 
৬. গামছা বা টাওয়াল
৭. মিসওয়াক
৮. অল্প টয়লেট টিস্যু
৯. খাবার স্যালাইন
১০. নিয়মিত ওষুধ (৫ দিনের)
১১. ছোট পানির বোতল
১২. শুকনা খাবার (১ কেজির কম) যে যার পছন্দ মত খাবার নিবেন। 
আমরা নিয়েছিলাম-বাদাম,খেজুর, চকলেট। যেহেতু হজ্জ এর ৫ দিন হাঁটতে হয় একটু বেশি। এগুলা খাবার যা ওজনে হালকা, তবে অল্প খেয়েই এনার্জি পাওয়া যায় অনেক।
১৩. এক সেট জামা
১৪. মাথার হিজাব ও সান ক্যাপ

লিস্টের বাইরে বাড়তি কিছু নিলে আপনিই কষ্ট পাবেন।

-সৌদি শহরের গরম আমাদের দেশের মত না, ওই দেশে ঘাম হয় কম। রোদের তাপে নিজের শরীর যত ঢেকে রাখবেন ততই আরাম পাবেন।

-মসজিদে যে জামা পরে যাওয়া হয়, হোটেল এ ফিরে এসে সেই জামাই পড়ে থাকা যায়। সেই দেশে ধুলা-বালি-ঘাম নেই। তাই কোনো সমস্যা হয় না।

-হজ্জের সময় মেয়েদের মোবাইল রাখা নিয়ে অনেকে চিন্তায় পড়েন। মোবাইল রাখার জন্য সালোয়ার বা কামিজে পকেট দিতে পারেন। আর যারা বোরখা পড়েন, তারা বোরখায় পকেটে সিস্টেম করে নিতে পারেন। অথবা গলায় ঝুলিয়ে রাখা যায় এমন ছোট মোবাইল ব্যাগ ব্যবহার করতে পারেন।

– অনেক বয়স্ক মহিলা আছেন যাদের অন্যের হাতের রান্না খেতে খুব অসুবিধা হয়, তারা অনেকে দেশ থেকে কালোজিরা গুড়া ভর্তা, শুটকি গুড়া ভর্তা, তেল ছাড়া চিড়া ভাজা করে নিয়ে যান হজ্জ সফরে।

-সব সময় ব্যাগে তায়াম্মুমের মাটি রাখবেন। বাসায় লাগানো গাছের গোড়ার মাটি দিয়েই তায়াম্মুম এর জন্য মাটির দলা বানানো যায়। ‘পিং পং’ বলের চেয়ে আরেকটু বড় সাইজের করে বানিয়ে চুলার নিচে বা রোদে ২-৩ দিন রাখলেই মাটির দলা শক্ত হয়ে যায়। এরপর সেটা যেভাবে ইচ্ছা সংরক্ষণ করে রাখা যায়।

মহিলাদের হজ্জের প্রস্তুতি
রেবেকা জামান বিভা

জুলাই ২২, ২০১৯ইং