হজ্জভাবনা

হজ্জ এর মৌসুম আসলে কিছু মানুষের মাথা খারাপের মতো লাগতে থাকে। তাদের প্রায়ই মনে হয়, ইশ যদি দুটো পাখা থাকতো, নিশ্চয় উড়ে চলে যেতাম!

এই মানুষগুলোকে দুই দলে ভাগ করা যায়।

একদল আগে হজ্জ করেছে। এবং ফিরে আসার সময় অস্তিত্বের একটা অংশ কিভাবে যেন সেখানে ফেলে চলে এসেছে!

তাই ‘ হজ্জ’ শব্দটি শুনলেই তাদের অন্তর আকুলি বিকুলি হওয়া শুরু করে। এক অদ্ভুত স্মৃতিময় আবেগ এসে শক্ত করে জাপটে ধরে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে!

তাদের সমগ্র মস্তিষ্ক, ইন শা আল্লাহ্‌ পুনরায় সেই পবিত্র স্থানে যাবার ভাবনায় আচ্ছাদিত হয়ে যায়।

দ্বিতীয় দলের মানুষেরা আগে কখনো বাইতুল্লাহ সফরে যায় নি। তারা প্রতিবছর স্বপ্ন দেখে, অর্থ জমা করে, মাহরাম খুঁজে বেড়ায় আর দিন গুনতে থাকে।

যখন জিলহজ্জ মাস শুরু হয়ে, তাদের মনে হয়, ইশ এবারো যেতে পারলাম না!! তারা কায়মনোবাক্যে দুয়া করতে থাকে, জীবদ্দশায় যেনো একবার হলেও যেতে পারেন মক্কায়!!

আমার পরিচিত এক বৃদ্ধ আছেন, যিনি প্রতিবছর হজ্জে যান। তার পরিবারের কোন হিসেবও নেই, উনি মোট কতবার হজ্জে গেছেন! ১৯/ ২০ বার পর্যন্ত গোনার পর সকলে ক্ষান্ত দিয়েছে। ক্ষ্যান্ত দেবার পরে আরো এক যুগের বেশি কেটে গেছে!!!

আরেকজন পরিচিত ডাক্তার সাহেব আছেন। বিগত নয়/ দশ বছর ধরে উনি প্রতিবারই হজ্জে যান। হজ্জ এর রেজিস্ট্রেশন শুরু হবার বিজ্ঞাপনে, টিভিতে যখন কাবা ঘরের ছবি দেখায়, তখন উনি টিভি জড়িয়ে ধরে ছেলেমানুষের মতো কেঁদে ওঠেন। আর সেই সাথে সিদ্ধান্ত নিয়ে নেন যে, এ বছরেও তাকে যেতে হবে!!

এরকম হজ্জ পাগল আরো কত কত মানুষ যে ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরো পৃথিবীতে!! কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ সুস্থ, কেউ অসুস্থ!!

কিন্তু সবার এক পরিচয়, সবাই মুসলিম। সবাই এক ঝাঁক দিওয়ানা মুসলিম, যারা আল্লাহ্‌ এর ঘরে হাজিরা দেবার স্বপ্নে বিভোর!!

আল্লাহ্‌ যেন এই দিওয়ানাপন কবুল করেন। যারা আগে হজ্জ করেছেন কিংবা কখনোই করেন নি…….

তাদের সবার দোয়া যেন কবুল করেন। বার বার ইবাদতের এই সুপ্রাচীন গৃহের তাওয়াফ করার, মসজিদুল হারামে সেজদারত হবার তৌফিক দেন প্রতিটি মুসলমান কে!!

যারা এখনো হজ্জ নিয়ে দিওয়ানা নয়, মানব হৃদয়ের গতি পরিবর্তনকারীর মালিক যেন, তাদের হ্রদয়ের গতিপথ পরিবর্তন করে দেন।

আমিন আমিন আমিন।

হজ্জভাবনা
হাসনীন চৌধুরী

জুলাই ২১, ২০১৯ইং