হজ্জের স্যুটকেস প্যাক করার কিছু জরুরি টিপস

হজ্জ এর স্যুটকেস প্যাক করার কিছু জরুরী টিপস:

*যত টুকু নিজে বহন করতে পারবেন, ততটুকু মাল পত্র নিন। বেশির ভাগ স্থানে নিজেকেই বহন করতে হবে।

* স্বামী স্ত্রী একত্রে হজ্জে গেলে, দুই স্যুটকেসে নিজেদের কাপড় ভাগাভাগি করে নিন। এতে যদি একটি লাগেজ হারিয়ে যায়, তারপরো অপর লাগেজে কিছু কাপড় থাকবে।

* স্যুটকেসের হাতলে রঙিন কোন ফিতা বা স্কার্ফ লাগিয়ে নিন। তাহলে লাখ লাখ একই রকম স্যুটকেসের ভীড়ে সহজেই আপনার লাগেজ খুঁজে পাবেন।

* পুরুষরা টাওয়াল কাপড়ের ইহরাম নিন। কারন সাদা সুতিরর ইহরামের কাপড় পড়লে, তা ঘামে ভিজে স্বচ্ছ হয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। টাওয়াল কাপড়ে গরম লাগবে মা, বরং তাপ থেকে বেচে থাকবেন।

* মহিলারা সাদা বোরকা না নিলেই ভাল। হজ্জের দিন নিকটে আসতে আসরে সাদা কাপড় ম্লান হয়ে যায়।

*যেসব মহিলারা শাড়ি পড়ে অভ্যস্ত, তারা ম্যাক্সি, পেটিকোট ও উপরে খিমার/ সালাতের ঘোমটা পড়লে আরাম পাবেন।

*কামিয ম্যাক্সির হাতায় ইলাস্টিক লাগালে অযু করার সময় সুবিধা হবে।

* সৌদিতে গিয়ে শাড়ি না পড়াই উত্তম, ভীড়ের মাঝে আছাড় খেলে যেমন বিপদ, আবার শাড়ি পড়ে দ্রুত হাঁটাও কঠিন।

* চুলের তেল, ছাতা, সানগ্লাস, দু জোড়া স্পঞ্জের স্যান্ডেল, কাপড় ধোবার সাবান, দড়ি, কাঁচি, ছুরি, প্লেট, গ্লাস, গামছা (টাওয়াল অনেক ভারী হয়), মহিলারা হাঁটার উপযোগী কেডস/স্নিকারস, মোজা অবশ্যই নেবেন।

*ভেসলিন নিতে ভুলবেন না, মদীনায় আবহাওয়া অসম্ভব শুষ্ক, হাত পা এর চামড়া ফেটে যায়।

* ছোট্ট কৌটায় করে লবন, শুকনো মরিচের গুড়ো, আচার ইত্যাদি নেবেন। কারন মীনা, মুযদালিফা, আরাফাতে আরব দেশীয় মসলা হীন খাবার পাবেন, তা বাংগালী মুখে রুচবে না।

* মীনার দিনগুলোর জন্য কিছু শুকনো খাবার রাখতে পারেন। যেমন চিড়া বিস্কুট, মুড়ি ইত্যাদি।

* প্রয়োজনীয় ওষুধ একটু বেশি করে নেবেন, সেই সাথে কফ সিরাপ, প্যারাসিটামল, জি ম্যাক্স, এন্টিহিস্টামিন, মাসল পেইনের মলম/ অষুধ নেবেন।

* মুযদালিফায় রাত্রি যাপনের জন্য ম্যাট ও চাদর।

*পকেট কুরআন শরীফ ও অনুবাদ দেশ থেকে নেয়া ভালো। ঐ দেশের কুরআনের ফন্ট আলাদা, পড়তে পারবেন না।

* কি কি জিনিস নেবেন তার লিস্ট এখন থেকেই লিখে ফেলুন, প্রতিদিন নতুন কিছু মনে হলে, লিস্টে যোগ করুন।

* অতিরিক্ত কাপড় নেবার দরকার নেই। সেখানে আদ্রতা খুবই কম, তাই কাপড় ধোয়ার এক ঘন্টার মাঝে শুকিয়ে যায়।

* কার জন্য কি আনবেন লিস্ট বানিয়ে ফেলুন, তাহলে অহেতুক দোকানে ঘোরাঘুরি করে সময় নষ্ট হবে না।

* শপিং এ বেশি সময় নষ্ট না করাই উত্তম। কারন শপিং সারা জীবন করা যাবে, কিন্তু হজ্জে বার বার যাবার সৌভাগ্য নাও হতে পারে!

*সৌদি গিয়ে প্রতিদিন অন্তত এক পারা কুরআন পড়ার চেষ্টা করুন। এভাবে পড়া আবশ্যকীয় নয়, তবে এইম থাকলে অনেক তিলাওয়াত করা হয়।

* হজ্জ এর পুরো সফরে বিভিন্ন যায়গায় ট্রাফিক জ্যামে বা লাইনে অপেক্ষা করতে হবে। এই সময়টা বিরক্তি প্রকাশ না করে, কুরআন তিলাওয়াত করুন।

অযু সব সময় রাখার চেষ্টা করুন, সব যায়গায় অযুর পানি পাবেন না, তাই সাথে তায়াম্মুমের মাটি রাখুন।

* মহিলা ও পুরুষ উভয়েই চেইন যুক্ত, একাধিক পকেট ওয়ালা পাজামা তৈরি করে নিন।

* সুই, সুতা, বোতাম, কলম, কাগজ, স্মার্ট ফোন নিন।

*সম্ভব হলে স্মার্ট ফোনে কম্পাস ও গুগল ম্যাপের ব্যাবহার শিখে নিন। হারিয়ে গেলে কাজে লাগবে।

* সব সময় আইডি কার্ড ধরনের যা যা দেয়া হবে, গলায় ঝুলিয়ে রাখবেন। তা না হলে হারিয়ে গেলে চরম বিপদে পড়বেন।

* ভাঁজ করে পকেটে রাখা যায় এমন ছোট্ট জায়নামাজ নিন।

* মোবাইল চার্জার দুটো আর একটা পাওয়ার ব্যাংক নিন।

*মোস্ট ইম্পরট্যান্ট: সহিহ দুয়ার বই নিন ও নিজ হাতে লিখে একটি দুয়ার লিস্ট নিন। হজ্জের সময় আল্লাহ্‌ এর কাছে কি কি চাইবেন, তা লিস্টে লিখুন।

* বেশি মালপত্র নেবেন না, মক্কায় স্পঞ্জের চপ্পল থেকে শুরু করে প্রায় সবই পাওয়া যায়।

“হজ্জের স্যুটকেস প্যাক করার কিছু জরুরি টিপস”

-রৌদ্রময়ী এডমিন 

জুলাই ২৪, ২০১৯ইং